সূর্য টা তখন রক্তিম আভা ধারণ করেছে কেবল।
হঠাৎ,আগন্তকের মত
তুমি আসলে আমার পৃথিবীতে!
ধূসর, বির্বণ আমার এই ছোট্ট  পৃথিবী
যেন ভরে গেল সাতরঙা  আলোয়।
কিন্তু,
আমি তোমার এমন আগমন আশা করিনি!
কিছুটা অবাকই হয়েছিলাম!
যেন সারা সত্তা জুড়ে
অনুভব  করেছিলাম তোমার  উপস্থিতি!
ঠিক  সেদিন থেকে
আমি তো আর আমি রইলাম  না,
হয়ে  গেলাম তোমার  আমি,
আর,
একান্তই  আমার  তুমি।
কবিতা  যেমন,
ছন্দ হারালে গল্প  হয়ে  যায়,
আমি তেমনি,
আমার আমি থেকে তোমার  তুমি  হয়ে  গেলাম।
অনেক তো হল প্রহর গোনা,
অনেক অপেক্ষা,
তোমাতে হারিয়ে  যাওয়ার
আর সহে না প্রতীক্ষা।
তোমার  চিন্তাতে বিভোর  থাকি অপরাহ্নে,মধ্যাহ্নে,সকালে,
তুমি ই আমার  কবিতা
বসন্তের পড়ন্ত বিকালে।