শাপ-শাপান্ত মুক্ত হয়ে ক্ষণিকে পেয়েছি কূল-
হাজার বছরে পেরিয়ে এসেছি সহস্র কোটি ভুল!
রিক্ত, ভগ্ন, শূন্য আমি খুঁজেছি শেষের বেলা-
আক্ষেপে ভরা শেষ বিকেলে পেয়েছি আলোর মেলা!
সুপ্ত মনের গহীবে হারানো- ছায়া আসে ফিরে ফিরে
লক্ষ স্নায়ুর অকাট বাঁধনও কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে!
তারায় তারায় তোমাকে খুঁজেছি-হয়নিকো খুঁজে পাওয়া
নামহীন পথে পাইনি খুঁজে - ক্রমশ বেড়েছে চাওয়া!
প্রিয়দর্শিনী ধোঁয়াশা ছেড়ে- সম্মুখে দিও দেখা
এসেছি পেরিয়ে সুদীর্ঘ পথ- পেরিয়েছি সব একা!
মতিভ্রমের রাত পেরিয়ে - আলোতে তোমায় খুঁজি
নক্ষত্রেরাও মুখ লুকিয়েছে- আজকে তোমায় হেরি
দীঘির জলে অবশেষে আজ- দেখেছি তোমার ছবি!