জানো, 
আজকে কিছুই ঠিকঠাক চলছে না, 
স্থির আমিকে আজ পেয়ে বসেছে অস্থিরতায়,
শান্ত প্রকৃতি আজ ক্রমেই হচ্ছে অশান্ত, 
একুয়ারিয়ামের মাছগুলোও আজ বিদ্রোহ করেছে, 
কথা শুনছে না বাড়ির পোষা বিড়ালটাও! 

অথচ, 
এমনটা তো হওয়ার কথা ছিলো না! 
সবকিছু তো ঠিকই ছিলো, 
নিয়মতান্ত্রিক,
গতানুগতিক।
তবে কেনো সবকিছু এলোমেলো করে দিতে তুমি এসেছিলে! 
কেনো শান্ত হৃদয়ে তুলেছিলে অশান্ত ঝড়! 

কি ভেবেছিলে? 
আমি তোমাতে ডুবে যাবো? 
আসক্ত হয়ে যাবো তোমার সুবাসে? 
আমার চিন্তাকে পরিবেষ্টিত করবে তোমার দীর্ঘ কালো কুন্তলে? 
তোমার মাঝে বিলীন করবে আমাকে? 
আমাকে নিয়ে খেলবে তুমি? 

আফসোস, 
বড্ড বোকা ছিলে তুমি! 
তাইতো আমার উপর করেছিলে অগাধ বিশ্বাস! 
হয়তে ভুলে গিয়েছিলে, আমি একজন পুরুষ! 
তুমি জানোনা? পুরুষেরা বিশ্বাস নিয়ে খেলতে ভালোবাসে! 
পুরুষেরা নিষ্ঠুর, স্যাডিস্ট, বিকৃত! 
ওরা খেলতে নয়, খেলিয়ে খেলিয়ে মারতে ভালোবাসে! 
বোঝোনি তুমি! 

তবে হ্যাঁ, 
আমি কিন্তু একেবারে ভুলিনি তোমাকে, 
শুধু হিসাবের খাতায় তোমার নামটা পেছনে চলে গেছে, 
তোমার নামের সামনে লেখা হয়েছে আরো কিছু নাম, 
শিলা, রাখি, পুষ্প, চিত্রা কিংবা চৈতীরা! 

তাই বলছি, 
পুরুষকে ভালোবাসো, 
মন দাও, 
নিজেকেও বিলিয়ে দাও, 
শুধু, 
বিশ্বাস করোনা।