স্বপ্ন নেবে? 
মুঠো ভরা স্বপ্ন!
ভোরের শিশিরে ভেজা 
আলোকিত, প্রস্ফুটিত 
উচ্ছল। 
সেই স্বপ্ন নেবে? 

স্বপ্ন চাও? 
পরাগ মাখা স্বপ্ন! 
যে স্বপ্নের রঙ নেই, 
গন্ধ নেই। 
অনুভূতির ভেলায় যার বসবাস, 
বিস্তার! 
সেই স্বপ্ন চাও? 

স্বপ্ন দেখো? 
নাকি দেখতে চাও? 
ঘুমিয়ে কিংবা জেগে? 

জানো, 
পৃথিবীর সব প্রেমিকই স্বাপ্নিক, 
পৃথিবীর সব সুন্দরই স্বাপ্নিক, 
পৃথিবীর সব ভালোবাসাই স্বাপ্নিক, 
পৃথিবীর সব আবেগই স্বাপ্নিক, 
যা সুন্দর তাই স্বাপ্নিক! 

আমি তোমাকে সেই স্বপ্ন দেব- 
যে স্বপ্ন তোমাকে দেখাবে 
স্বর্গের সপ্তম চূড়া! 
যে স্বপ্ন তোমাকে চেনাবে 
অকল্পনীয় সব অনুভূতি! 
যে স্বপ্ন তোমাকে বানাবে 
বিয়াত্রিসের মতো সুন্দর! 

তাই, 
স্বপ্ন নাও, 
স্বপ্ন দেখো, 
ভালোবাসো!