অরফিউসের ডানায় ভেসে যেদিন এসেছিলে, 
আমার স্বপ্নলোকে; নাকি বাস্তবে? 
স্বপ্নলোকই যেনো আমাকে বাস্তব মনে করিয়ে দেয়, 
তুমি এসেছিলে
অধিকার করেছিলে আমার, 
চিন্তা, চেতনা, আবেগ আর অস্তিত্বকে! 

তোমার ডাক উপেক্ষা করা
সপ্তসিন্ধু জয়ের চেয়েও দুূরূহ, 
তাই তোমার আহ্বানে দিগ্বিদিক ছুটে চলি, 
যেমন ছুটে চলে নিশিতে পাওয়া কোনো এক অবোধ পুরুষ। 

তোমার প্রেমের অস্তিত্ব পাওয়া ভার, 
যেমন খুঁজে পাইনা তোমার ভালোবাসার সত্ত্বা, 
নিজের মাঝে লুকিয়ে রাখো, 
হাতছোঁয়া দূরত্বে! 
মনে হয়, এইতো ধরেছি! কূল পেয়েছি তোমার ভালোবাসার, 
কিন্তু, মুঠো খুললেই হাজারো হতাশায় দেখি
তুমি রয়ে গেছো সেই আগের রহস্যেই! 
 
তোমার দুর্বোধ্য এই প্রেম
উদ্বেলিত করে আমাকে, 
উৎসাহিত করে আমাকে, 
তোমার প্রতিটি বিন্দু
খুঁটিয়ে খুঁটিয়ে আবিষ্কার করতে, 
তোমার দুর্বোধ্য প্রেমই
আমার বেঁচে থাকার অক্সিজেন, 
তাই, দুর্বোধ্য প্রেমেই হোক আমাদের বাস, 
দুর্বোধ্য প্রেমেই হোক আমার শেষ!