আমি যাকে ভালোবাসি
সে কখনো আত্মসমর্পণ করে না, 
নিজেকে উপস্থাপন করে না আত্মসমর্পণকারী হিসেবে, 
আসলে সে কখনোই নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেয় না
এবং ঝরে পড়ে না পরিশ্রান্তিতে, 
যেমন করে ঝরে পড়ে শুকনো পাতা
বাতাসের ধাক্কায়, 
যেমন করে ঝরে পড়ে বৃষ্টির ফোঁটা
মাটির অমোঘ টানে, 
যেমন করে মৃত্তিকা আলিঙ্গন করে
ভূমির সুবিশাল বক্ষকে। 

আমি যাকে ভালোবাসি
সে ফিনিক্সের মতো নিজেকে সমর্পন করে, 
বিপুল মুক্তির মাঝে সে নিজেকে ধরা দেয়, 
বিস্তৃত, সুবিশাল স্বাধীনতার ভেতর থেকে
ছলকিত হয়ে ভেসে যায় সে উদ্ভিন্ন কামনায়। 

সে ঝরণার মতো 
তার আকাঙ্ক্ষার ফোয়ারার উচ্ছলতায়, 
সে ঘুড়ির মতো
প্রেমের উদগ্রীবতায় অশৃঙ্খল, উড্ডীন, 
সে শুভ্র পাখির মতো
শীতের মুক্ত আকাশে চঞ্চলতায় চপল, 
এই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে, 
এই উদগ্রীবতার মধ্য দিয়ে, 
এই চঞ্চলতার মধ্য দিয়ে, 
সে নিজের ব্যপ্তি ছড়িয়ে দেয় চারিদিকে, 
পদাবনত করে যন্ত্রণাদগ্ধ সমস্ত পারিপার্শ্বিক ক্ষুদ্রতাকে, 
সমস্ত বাধা পেরিয়ে যায় অনায়াসে, 
যেমন অনায়াস ছিলো বিয়াত্রিসের প্রেম, 
দূর অথবা দূরতম কোনো মহাশূন্যে ভাসমান
ভালোবাসার হিমালয় পেরিয়ে।