অপেক্ষার তীব্রতায় দিগ্বিদিক
আলুথালু, অস্থির, মোহগ্রস্ত
তোমার আরক্ত হাসিতে
সর্বনাশের সূচনা!
শেষ বিকেলের গোধুলীতে
রক্তিম সূর্যের চেয়েও
বেশি রক্তিম আমার মন
যখন বুভুক্ষের মতো তোমার
খোঁজে মত্ত,
তখন তুমি হয়তো নিজের মনে
নিজের জন্য খুঁজে চলেছো সুখ।
অকিঞ্চিত আমি হয়তো নগণ্য
তোমার কাছে,
চাহিদার কাছে সত্তা গৌণ,
তবুও অনিমেষ প্রতীক্ষায়
মস্তিষ্কে বয়ে চলেছি প্রণয়ের বাতাবহ।
হয়তো আদিম নিয়মের বেড়াজালে
এক সত্তায় পরিণত হবো,
তুমি, আমি, আমরা!
নিস্পন্দ দৃষ্টিতে দেখি
শাশ্বত ভালোবাসার বিজয়।