অনেকগুলো কবিতা লেখা এখনো বাকী রয়ে গেছে তোমাকে নিয়ে
এখনো হয়ে ওঠেনি লেখা, শুধু্ইু ছিলাম তোমার মুগ্ধ চোখে চেয়ে
এক আকাশ স্বপ্ন ভারা চোখে দেখেছিলাম আমি নীলের বসবাস
একহ্রাস জলরাশি ভরা চোখে হারিয়ে ছিলাম
দেখেছিলাম ঐ দুটি চোখে আমার সর্বনাশ
তোমাতে চেয়ে থেকেই হারিয়ে ছিলাম হাজার বছর
সাহসায় কাটেন তোমার নেশার ঘোর
পেরিয়েছে শত দিন, শত রাত পেরিয়ে গেছে শত ভোর
অন্য কোথাও খেয়ালে ছিলাম
বাজতে চাইছিল মনে কোন এক অজানা সুখের সুর
লিখতে জানিনা কাব্য, জানিনা কেমন হয় কাব্য ভাষা
তোমাতেই শুধু হারিয়েছি বারবার
কবিতারা মনে উঁকি দেয় বার বার, পঙ্গক্তিগুলো হয়ে যায় সর্বনাশা
তবুও হয়ে উঠে না লেখা তোমাকে নিয়ে, রাত পেরিয়ে ভোর হয়ে আসে
বেখেয়ালি মনে বারবার চলে আসে তোমার মায়াবী দুটি চোখ
জমা হয়ে গেছে টেবিলের উপর তোমাকে নিয়ে লেখা অনুভূতির চিরকুট
দেওয়া হয়ে ওঠেনি তোমাকে, অনেক সময় বয়ে গেছে করে হুট
পড়ে শুনানো হয়নি কখনো তোমাকে নিয়ে লেখা কোন এক সায়রির নাম
পড়ে শুনানো হয়নি কখনো লিখে রাখা কবিতা,
লিখে গেছি তোমাকে নামে প্রতিটা লাইন
ভরপুর ছিল তাতে ভালোবাসা অভিরাম
এখনো বাকী অনেক লেখা, তোমাকে শোনাবো বলে
এখনো অনেক বাকী আছে রাত, আনমনে বেখেয়ালে
এখনো অনেক কবিতা যে লেখা এখনো বাকী, তুমি কাছে আসবে বলে