এই যে ছেলে একটু শুনো- আমায় বলছেন!কাজ আছে কোন?
না এমনি, থাকো কোথায় - ফুটপাতের পাশে বস্তি সেথায়
কি নামে ডাকবো তোমায় - টোকাই বলে লোকে শুধায়
মুখটা এমন মলিন কেন! - খাইনি সারাদিন বুদহয় যেন
কি খেয়েছিলে সকালবেলা - ভদ্র লোকের উষ্টা হেলা
কষ্ট হয় বুঝি খুব বেশি - অভ্যাস আছে তাই ছদ্মবেশী
যাবে আমার সাথে ওই যে ওখানে - কি আছে কেন যাবো সেখানে
খাওনি তো তুমি সারাবেলা - বসিয়েছে বুঝি করুণার মেলা?
না মানে তোমায় দেখে মায়া হলো - রোজ বেলাতে কত বলে গেল
বাসায় তোমার কে কে আছে - গত হয়েছে আছে ওপর আকাশে
কতদিন হলো কেউ নেই তোমার - জন্মই হলো ডাস্টবিনে পোলার
মা বাবা কে জানো না তুমি - করিম চাচা নর্দমায় পেয়েছিল শুনি
কেমন করে চলো! আয় রুজি কি - যা পায় কুড়িয়ে তাই সম্বল পুঁজি
নিত্য আনো নিত্য খাও - এছাড়া আর নেই কোন ভাও
কতদিন হলো খাওনি গোস্ত - আমাদের ছাড়া সবাই ব্যস্ত
বুঝলাম না একটু বুঝিয়ে বলো - কি দিবেন বলেন সময় যে গেল
যা চাও দিব টাকা কুড়ি - বাবুর বুঝি আছে টাকার ঝুরি

বাবু মশায় গেলাম আমি - কথার উত্তর দাওনি তুমি
হলে দেখা বলবো একদিন - কি নিবে বলো তুমি সেদিন
যা চায় মনে দিয়েন তবে - তোমার কথা মনে রবে

নাম টা তোমার বলে যাও তবে - টোকাই বললেই ভালো হবে