আমি নিতান্তই এক ক্ষুদ্র মানব, বুঝিনা অতোশতো
   থাকি উদাস সকাল, দুপুর কিংবা রাতে নিজের মতো
নির্জীব তাই নির্বিচারে মানুষ চড়ে উঠে মগজে
             নামাতে পারিনা, বুঝতেই অক্ষম, কী যে বাবা এক মুশকিল?
       কেউ মাথাতে কাঁঠাল ভাঙে, কেউ বা বুকে বিঁধিয়ে দিল শীল
                    আমি নির্জীব মানুষ পদে পদে অপদস্থ
             কেউ কখনো খুঁজ নিল না যন্ত্রনা দিয়ে বুকে এক হ্রাস
                কেউ তো কখনো রাখল না হাত মাথার উপর
                     বলল না ভালো ভাবে বেঁচে থাক,,, দৈন্য আসবে মানব জীবনে
                                                     তবুও হওয়া যাবেনা কখনো হতাশ
                                  সবাই সবার মতো ব্যস্ত কেউ দেখল না
                                      ফিরিয়া একবার পথে বেঁচে আছে কী এখন
                                               ফুতপাতের এক অধম
              কেউ তো কখনো ভাবিয়া দেখলানা শূন্য ধরাতে খনিকের
                      ধম্ব চূর্ন হবে ফুরিয়ে গেলে তার দম
                 সবেতে কেবল চায় চায় আরো চায় ভাব
                               বানাবে বুঝি আকাশ চুম্বী দালানের পাহাড়
           আমি যে নির্জীব প্রাণী, আজ তিন  দিন নেই পেটে ভাত
                               পানিতে কী ভাঙে অভুক্তের অনাহার
              আমি কী নেই বেঁচে ক্ষুদ্র প্রয়াসে? জীবন করছি পাড়
                   নেই যে ঘরে জানলা, বিছানা, অগ্রভাগে নেই যে কোন দ্বার,,,
ক্ষুদ্র জীবনে অতীব সুখী আমি, নেই যে কোন দেনা দার
    নেই চিন্তা কোন আকাশ চুম্বী দালানের কংক্রিটের রাস্তাতেই আরাম
                                                      ধারতে হয়না কারো ধার
মানবে মানবে এতো যে বিবাদ বাদিয়া দিলা কি বা হলো কত কুরি লাভ
     সেই তো দিনে দিনে নিম্নগামী,,, কী লেগে গেল কী কারো শাপ
   দু’দিনের ধম্ব চূর্ন বিচুর্ন হবে, লাঘব হয়ে যাবে ধন দৌলতের নিশান
          বিস্তর পৃথিবীর গোলাকার পথে থাকবেনা ছিটে ফোটার চিহ্ন
                    মাটির সাথে গুরিয়ে যাবে বড়াই কর যত নিয়ে সম্পদের আলিসান...
          তার থেকে তো নির্জীব আমি বেজায় আরামে ভয় নেই কখনো
                                                চিন্তাহীন ঘুমে দু’চোখে বিস্তর খুশি
মানবে মানবে মিলে যে পারি,,, বলতে পরি ”তবুও ভালোবাসি”