যদি শহরের মাঝে ভালোবাসাটা লালন করতে চাও
তবে এসো প্রিয় নির্জন নিয়নের রাতে
জুতো খুলে হাটতে শেখাবো পিচ ঢালা রাস্তায়
যদি আসো নির্ঘুম প্রহরে তবে কুহুকের ডাক শোনাবো
কৃষ্ণচূড়ায় সোডিয়ামের আলো উপেক্ষা করে
শোনাবো এক কুকুরের পার্থিব আর্তনাদ
মন কিছু শঙ্কায়িত হবে... পাবেনা তবু
তখন দেখা প্রভাত
তখন রাত দুইটা কি তিনটা ছুঁই ছুঁই অবস্থা
ঘড়ির কাটায় তখন বিদঘুটে আলোর পড়বে
চূর্ণ বিচূর্ণ কিছু টিকটিক আওয়াজ
রাস্তার পাশে পলি মুরি দিয়ে কখনো দেখা হবে
কুকুর, মানুষেতে মিশে যাবে
হয়তো দূরে কোথাও বিয়ে বাড়ি... কখনো সখনো
বেজে উঠবে ব্যান্ডপার্টির কুচকাওয়াজ
যদি পারো তবে এসো প্রিয় নির্ঘুম শহরে...
তোমাকে লাল পাড়ের শাড়ী তে বেশ অদ্ভুত লাগবে
আমি না হয় তখন ছেড়া সেন্ডেল হাতে নিয়ে নাচাবো শহর
কখনো দেখা মিলবে পঁয়ষট্টি বছরের দম্পতির দেখা
কখনো দেখা মিলবে সার্জন পুলিশের, দিবে দাঁড়ায়ে টহল
এ শহরের জোৎনা টা বড় এলোমেলো প্রিয়
কখনো দেখবে ধবধবে এলইডি লাইটের মতো
কখনো মিশে যাবে ব্যস্ত দালানের আড়ালে
নিবু নিবু সোডিয়াম লাইটের মতো কখনো জ্বলবে
কখনো মাঝ রাতে উদীয়মান
পারবে এ শহরে ভালোবাসা লালন করতে???
যদি পারো তবে এসো এক সাথে হাঁটবো চন্দ্রবিলাসে
এক হাতে ছেড়া জুতা এক হাতে তুমি, পাড়ি দেবো শতক্রোশ
কখনো বা নিবু নিবু ল্যাম্পপোস্টের আলোয় দেখবো
তোমার মৃদু হাসি
কখনো হো হো করে হেসে দেবো দুজনে
নির্ঘুম শহরের যত দোষ