তুমি অভিমানী প্রিয়,বড্ড সুখ কাতোরে,অল্পেই ফুলে উঠে গাল
তুমি বড্ড ছেলেমানুষ, দুঃখ বিলাসী,অল্পেই গুটিয়েছো পাল
অতছ তুমি নও এমন, যেমন দেখাও লোকে
কিছু কথায় কেঁদে ভাসাও,কিছু বৃথা কথা নাও লোফে, বলে যা নিন্দুকে
তুমি প্রিয় বড্ড অবুঝ, বুঝয়নি কখনো কে বলেছে কখন কি?
না কি না বুঝার মাঝেই টুটস্থ সব! বলোনি বলবে বলে লোকে ছিঃ
আমি বুঝিনি তোমার কোন কিছু! বুঝিনি তোমার হাল চাল
আমি পারিনি নাকি, পেয়েও হেরেছি অল্পেই বহুকাল
তুমি খুব অদ্ভুত মায়াজাল, হয়তো বুদ্ধু নয়তো কাব্যিক মহাকাল
প্রিয় তোমার বিহ্বব্বল চোখে, গ্রাসিত সব বিত্ত নাজেহাল
আমি পারিনা ভেদ করতে তোমার আঁখিদ্বয়ের সুচালো ধার
আমি পারিনা কিংবা বুঝিনা পরাজয় কাছে হয়তো তবুও মানিনা হার
আমি আসিয়া দেখবো তোমারে, বিপর্যয় আসুক বারংবার