ও ভাই কে তুমি? চলেছে একা নিস্তব্ধ নীরব রাতে
একা কেন? বড় ক্লান্ত মনে হচ্ছে ! কেউ নেই কেন সাথে?
কোথা হতে এলে নিঝুম রাতে ঝিঝির পোকার ডাকে
ব্যাধিগ্রস্ত মনে হয়… হয়েছে কি কিছু ভাই???
তবে কেন এলে হুতুম প্যাঁচার ডাকে চন্দ্রের সন্দিহান তো এখন নাই
                                               কে তুমি পথিক???

আমি এক নিশাচর মানুষ…..রাতে রাতে গুড়ে বেড়ানোই যার কাজ
  একা চলি পথে নিঝুম রাতে… অভ্যাস মানুষের দাস
আজ এসেছি এ পথে হয়তো কাল নাও বা হতে পারে সাক্ষাৎ
আমি যে এক পথের ফেরিওয়ালা,,, তাতে নেই আমার কোন হাত
আমি দিশারী আলোর,,, তবে শুধু কেন মিথ্যার অজুহাত
                            আমি ভবঘুরে অজানা পথের পথিক
                                       এখনো আছে সব ঠিকঠাক

সব ই তো বুঝলাম ভাই তুমি অচেনা অজানা পথিক
          ভবঘুরে নিঃশব্দ নিঝুমের পাখি
সাবধানে থেকো তবে রাতের আকাশে,,, খোলে রেখে চলো আঁখি
    আমি ভবঘুরে পথিকের সাথী
সারাদিন কদমে কদমে চলি,,, ধুলো গায়ে মাখামাখি
সারাদিন চুপচাপ তবে… রাতে পথিকের কথা বলার সারথি
আমি তোমার অজানা গন্তব্যের পথ
তবে চলো একসাথে হাঁটি আজ সাক্ষি থাকুক তারকারাজি সব

চলো তবে কিছু সময়ের সাথী… একটু পর ফজরের আজান
                                                রবি খোলে দিবে তার আঁখি
ভোর হবে, হবে নতুনের আগমন কিচিরমিচির শব্দের পাখি
আমি নিশীথের পথিক প্রত্যেক নতুন ভোরের
                                  আগমনে ভবিষ্যৎ স্বপ্ন দোয়ারে ডাকি