আমি যে কত কালের পথ ছেরে এগিয়ে এলাম
পাওনি তো প্রিয় তুমি খুঁজ
হাটতে হাটতে হঠাৎ পথ আলাদা হলো
অতছ দু'কদম বাড়িয়ে নিলেই পেতে-
আগের মতো রোজ
আমি ছিলাম না কোন সাইক্লোন গতির মানব
আবার নয়তো পিঁপড়া দাপটের মানব
আমি বরাবরই ছিলাম তোমার চিরচেনা মানুষ
অতছ অসহ্য ব্যথার অনুভূতি কখনো
পারলেনা তুমি করতে লাগব
আমি সেই চিরচেনা গতিতে চলতে চলতে -
এতটা এসেছি
তুমি হয়তো মাঝে থেমেছিলে কোথাও
দু'দণ্ড জিরবে তাই
হঠাৎ যখন মনে হলো চলতে হবে কতটা পথ- তখন
ফুরিয়ে এলো বেলা,হারিয়ে গেলাম অস্তমিত সন্ধ্যায়