তুমি যখন শান্ত নীরব চোখে ঘুমের দেশে আচ্ছন্ন
   তখন আমি তন্দ্রা বিহীন তারার মাঝে বিলীন
      খোঁজে ফিরি কোন এক অজানা গন্তব্যের পথ
   যে পথ বেয়ে গেছে হাজার স্বপ্ন পূরণের অঙ্গিকার
  যে পথ বেয়ে ফিরে আসে সুখের ছায়া, সে পথে
                            বেয়ে শান্তির নিশ্বাস প্রশান্তির রথে
হাজার হাজার তারা বিলীন পথে গ্যালাক্সির
                           শেষ সীমানা অব্ধি
               আদি থেকে অন্ত
খুঁজে বেড়ায় তাকে যে অজানা গন্তব্যের সারথি
          যে নীরবে আমাতে বিলীন নিঃশব্দ
  রাতের অন্ধকার আকাশে কেবল তার দৃষ্টিগোচর
             যেন কোন এক নিশীথের পাখি
দৃষ্টির প্রখর প্রহর অগনিত প্রলক, প্রতিটা পলকে
                        তার মায়ায় আঁকি
সে যে নিশীথের বাসিন্দা, নিশীথেই যার তন্দ্রা বিহীন চোখে আনাগোনা
সে যেন অদ্ভুদ মায়ায় আকর্ষিত মায়া,,, তন্দ্রা
    চোখে যায়না কখনো তার ডাক শুনা