যদি কখনো হারিয়ে যায় মৃত্যুর মিছিলে
     খোজ করতে যাবে কী কখনো আমায়?
হারিয়ে যায় যদি লাসের স্তুপের মাঝে
    উরিয়ে দেখবে কী তাই?
যদি হারিয়ে যায় সেই মৃত্যুর শহরে
    যেখানে চারদিকে মৃত লাসের আর্তনাদ
যেখানে বাতাসে বাতাসে রক্তের গন্ধ ভেসে আসে
    যেখানে হয়না কখনো ভালোবাসার সংঘাত
চারদিক ছেয়ে যায় যেখানে মৃত্যুর মিছিলে
    উচ্ছাসিত মৃত্যুর যন্ত্রনার কোলাহলে
পাবে কী কখনো খুজে আমাকে?
     অথবা ভিজবে চোখ এক ফোটা জলে?
যদি হারিয়ে যায় কখনো মৃত্যুর মিছিলে...
মৃত্যুর মিছিলের ভীড়ে যদি কখনো লুকিয়ে থাকি
পাবে কী আমাকে খোজে?
নাকি আড়ার থেকে লুকিয়ে হাসবে, নয় থাকবে চোখ বুজে?
আজ এই মৃত্যুর শহরে আমি একা নয়
হাজার হাজার লাসের স্তুপের মাঝে আছি দাড়ি
পারবোনা যেতে বিথায় সকল চেষ্টা পিছনে ধ্বংস স্তুপ রেখেছে আমাকে  টানি
মৃত্যুর মিছিলে আজ উল্লাসিত আজ চারদিক
মৃত্যুর গন্ধে মুখরিত রাজপথ
বাঁচার তো কোন উপায় নেই, বিথা সকল সাধনা
       বিফলে গেল সকল কসরত
আমি আজ অতি নগন্য পাইনা খুজে অস্তিত্ব
নেই সেই প্রতিপত্তি, মান মর্যাদা, হারিয়ে গেছে   সেই ব্যক্তিত্ব
আস্তে আস্তে কেবল ডুবে যাচ্ছি মৃত্যুর মিছিলে
    চারপাশে লাসের হাহাকার
আজ হারিয়েছে সেই লাল নীলের আলো
     সব যেন হয়েছে অন্ধকার
যদি আমি মিলিয়ে যায় মৃত্যুর মিছিলে
         পাবে কী খুজে আমাকে
রাখবে কী আমাকে মনে, চার দেয়ালের ফ্রেমে
          অথবা তোমার তোমাতে
যদি কখনো হারিয়ে যায় মৃত্যুর মিছিলে