এই শোনো ! তোমার জন্য রাস্তার মোড়ে লাল শার্ট পড়া যে ছেলেটি
দাঁড়িয়ে থাকতো
সে ছেলেটা আজ আর নেই! তোমাকে দেখার জন্য
নাই সেই প্রিয় জায়গা আর প্রিয়,যেখানে তোমাকে দেখতো একটি
বারের জন্য
নাই আর সেই লাল শার্ট, রোদ বৃষ্টিতে পুড়ে ফ্যাকাসে হয়ে গেছে
তুমি কী আদৌ জানো সেই ছেলেটার কথা
যে তোমার জন্য দাঁড়িয়ে থাকতো রাস্তার মোড়ে
শুনেছি সে ছেলেটা না কি আর নেই আমাদের মাজে,
অনেক রাগ,দুঃখ, আর অভিমান নিয়ে চলে গেছে আকাশের তারা মাঝে
আর আসবে না বলে তোমাকে দেখতে!
বড্ড অভিমানী ছেলেটা!
কত সকাল কত দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে গিয়েছিল রাস্তার মোড়ে
ল্যাম্পপোস্টটর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে
শুধু একটি বার তোমাকে দেখবে বলে
রাস্তার মানুষের কাছে কত বার বখাটে বলে উপাধি পেয়েছিল তা ও মনে
হয় গুনা হয়নি
হলে হয়তো গ্রিনিস বুকে নাম উঠতো
ছেলেটি কখনো কারো কথা ঘায়ে মাখে নি, শুধু তোমার জন্য,
শুধু তোমাকে দেখবে বলে লাল শার্ট টাতে ফ্যাকাসে রং ধরিয়ে ছিল
দাঁড়িয়ে থাকতে থাকতে শরীরের রংটা শ্যাম বর্ণের বানিয়ে ফেলেছিল
আর চোখটাতে এতো বড় একটা ফ্রেমের চশমা লাগতে হয়েছিল
তুমি কি আদৌ জানো সেই ছেলেটার কথা, যে তুমি বলতে প্রাণ ছিল
আজ আর সেই ছেলেটি নেই, আর শুনতেও হয়না তোমার জন্য
সমাজের কাছে বখাটে শব্দটি
সে যে আজ সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে সব সীমা পেরিয়ে, আর কোন
লাল শার্ট ফ্যাকাসে হবে না
তোমার জন্য