যদিগো কখনো নিবিয়া যায় আলো
চাহিবনা আর চোখ তুলিয়া
রাখিওনা আমাকে বন্ধি ফ্রেম বাধিয়া
রাখিওনা আমাকে মনে যতন করিয়া
ভূলিয়া যাইয়ো যথা সম্ভব সময়ে
কাঁদি ভিজাইয়ো না তোমার আঁখি
আমি ক্ষণস্থায়ী হইয়া আসিয়াছি ধরাতে
তাই দিয়া যাইবো তোমাদের ফাঁকি
তাই মিছামিছি করিওনা ডাকাডাকি
আমি ক্ষুদ্র চূড়াই পাখি
উড়িয়া চলিব আকাশ পানে
পৌছাইতে হইবে নীলের খামে
যেথা হইতে খোলা চিঠির ডাক আসিয়াছে কানে
আলোটা নিভিয়া গেলে অন্ধকার হইবে
মিটিবে রাতের তন্দ্রানী
যাই যাই বলিয় যাওয়া হইলো না কখনো
জীবন হইয়াছে সুযোগ সন্ধানী
যদিগো কখনো আর ফিরিয়া না আসি
যাইওনা পিছনে করিয়া ডাকাডাকি
করিওনা কুঞ্জন,ঝঞ্ঝাট সৃষ্টি, করিওনা হাতাহাতি
আমি গো যদি আর নাইবা আসি
জ্বালাইয়া হাতে আলোর মশাল
দাঁড়াইয়া যাইওনা, হাটিয়া যাইয়ো সামনে
ঘুচাইয়ো তিমির আনিও আলো রাখিও ব্যাবধান বিশাল