কোন এক ভোরে আমি যখন ঘুমের ঘরে আচ্ছন্ন
          তখন তুমি এলে পায়ে একজোরো নূপুর
রিনিক ঝিনিক আওয়াজ ভেসে আসে তোমার পা থেকে
কাকেরা ডাকা বন্ধ করে দেয় নূপুরের আওয়াজে
কোন এক প্রখর রোদের আঁচে বিদ্ধসী দুপুর
নূপুরের আওয়াজে ঘুম ঘুম ভাব খানিকটা চলে যাওয়ার পথে
কাকের বেসুর আওয়াজের নেই কোন কর্ণপাত
খানিক টা দূরে দয়ালের ওপারে দৗেড়ে পালানো
                                   এগিয়ে দু’চার হাত
যাবার ইচ্ছা জাগে রিনিক ঝিনিক আওয়াজে তালে
মানে না তো মন মিষ্টি রোদের ভোরে কোন অজুহাত
মনে হয় বহু বছরের চেনা আওয়াজে ডাকে নূপুরের আওয়াজ
শুনেছি কোন এক প্রখর রোদে পোড়া মাটির ছাঁদে
বহুবার মনে হয়েছে হাতের কাছে চলে এসেছে
                                   এই ধরবো হাতেনাতে
                   কিন্তু হয়নি কখনো তোমাকে ছোয়ে দেখা
ধরতে ব্যর্থ আমি শুধু শুনেই গেছি তোমার আগমন
                           মিষ্টি রোদের ভোরে
  শুধু হারিয়েই গেছি তােমার দু’হাতে জামা খানিকটা তুলে
                       রিনিক ঝিনিক নূপুরের সুরে
      পাইনি কো কখনো রবির কঠোর তেজের বেলায়
      অনুভবে ছিলে ঘুমের ঘরে  
                                     কাক ডাকা কোন এক ভোরে