যাযাবর আমি ছুটে চলি তাই যেথা যখন মন চায়
যাযাবর আমি ভয় নেই মনে নেই ঠিকানা বাড়ি তাই
যাযাবর আমি এক সত্যান্বেষী ছুটে যায় সত্যের পানে
হাজার মিথ্যা থেকে সত্য আনি আপন মানবের মনে
সত্য ছাড়া আর নেইতো কিছু মিথ্যা খনিকের স্থম্ভ
সত্যের ভিত মজবুত আনেক মিথ্যা ভেঙ্গে চূরে শেষ ধম্ভ
যাযাবর আমি ভালোবাসার পাখি উরে চলি পাখা মেলে
যাযাবর আমি নীল আকাশে পাড়ি জমায় প্রাণ খুলে
যাযাবর তাই নেই চিন্তা, নেই কোন সীমারেখা
আপন আলয় খুজে বেড়াই সুখের ছবি মনে আঁকা
যাযাবর তাই নেই ঠিকানা, ঘোরে বেড়াই দেশান্তরে
খুঁজেছি সত্য পাইনি সত্য মানবের অভ্যন্তরে
যদি চাও তুমি সুখের হদিস, তবে যাযাবর হও মনের ঘরে
খুজে লও সত্যটাকে সুখ আছে তার পরে
যাযাবর আমি হয়তো নেই ঠিকানা, নেই কোন ঘরবাড়ি
ঘুরে বেড়ায় সারাদেশ আর নতুন স্থানে দেই পারি
নানান স্থানের নানান সত্য খুজে নিয়েছি মনে
রাখতে চাই সত্যটাকে খুব যতনে সনে
যাযাবর আমি সত্যান্বেষী চলেছি আপন মনে