কে তুমি হৃদয় হরনি, আঁখি জোড়া তোমার অতীব স্বরণী
চাঞ্চল্য হৃদয় বিষের ক্ষরণি, মুগ্ধ নয়ন বিশাল ধরণী
হেটে চলছে মেঠো পথে
দেখোনি কি তুমি? ওগো বিদেশিনী, মোর হৃদয় টাকে দিয়েছ টানি
নেবা না নাকি এখন তোমার সাথে
বহুপথ তুমি এলে, বহু বছরের বাঁধা ঠেলে, দিয়েছ কি সবখানে হৃদয় মেলে?
চাঁদের আলোর মতো, তারা মিটমিট জ্বলে শত
নাকি বিপাকে এসে বিভ্রান্ত করছে আমায় ছলে!
হাসিটা তোমার, বিপাকে রুপের গ্রামার, এলোমেলো সব ধাঁধা
গজদাঁত যেন মৃত্যুর ফাঁদ,
হটিয়ে সব, মনির কলরব, নিষ্কৃত সব বাধা
কে রমনি তুমি! কখনো শুননি, হয়নি কোঁ কখনো পরাজয়
ব্যস্ত সকাল, সব হাঁকাল, দিয়েছে নাড়া ভয়
কে তুমি হৃদয় হরণি, এ পথে আগে দেখিনি
উত্যক্ত হৃদয় হয়েছে মনের ব্যাধি
উত্তাল মন, করে উচাটন, আরো কত কি ইত্যাদি...