আমি ফিরিয়া আসিব তোমার ধারে,
মিশিয়া যাইব ললাট ভাজে
আমি ফিরিয়া আসিয়া দেখিব তোমারে
অপরূপা, শুভ্রা বঙ্গ ললনার সাজে
আমি আসিব ফিরে
আমি আসিব,ঘুুুুরিয়া ফিরিয়া দেখিব তোমারে
জুড়াইতে ভেজা আঁখি দ্বয়
আমি ফিরিয়া হৃষ্ট করিব তোমারে
লোকায়ে নিবো, ফিরিতে দেবো না আর লোকালয়
আমি তোমাকে করিব জয়
আছে গো অনেক মায়া, দ্বিগুণ হইবে ছায়া, নেইকো কোন ভয়
ফিরিব আবার তোমার অরণ্যে
আমি আসিব আবার ফিরে
চুকাইতে তোমার মনস্কামনা
সস্তিতে দেবনা থাকিতে তোমায়
মারিব ভালোবাসায় তোমারে ধীরে
হৃদয় দিয়ে ছাঁইবো তোমাকে, বাছিয়া লইব ঠিক তোমাকে চিনে
তাহা হোক অক্ষয় তৃতীয়া, হোক বা সবুর দিনে
রাখিব তোমাকে সযত্নে তুলিয়া
খোলা জানলা দক্ষিণে
আমি আসিব ফিরে, সহস্রবার বিদয়ীনির বুক চিরে
নিবো তোমাকে বাহুতে লাগাইয়া
রাখিব পাখির নীড়ে