মা যাসনে তুই ওদের ওখানে...ওরা হিংস্র ওরা বন্য জানোয়ার
ওরা যাপিয়ে পড়বে তোর উপর,খুবলে খেয়ে ফেলবে
  ওদের বোধ নেই, ওরা জন্তু, ওদের নেই কোন কিছুর দিদার..
ওরা তোকে ধর্ষিতা বলে চালিয়ে দিবে, তৈরি করবে ওরা-
                নিয়ে যাবে মৃত্যু ধারে নিষিদ্ধ পাড়ার মাঠে
    মা যাসনে ওখানে একা, তোর যে স্বাধীনতা নেই
                নিয়ে খেলবে, হাড়ি ভাঙবে তোর হাটে
   ওরা বন্য পশু....যাসনে মা তুই, তুই যে বড়ই বেখেয়ালী
                 বুঝবিনা ওদের কথার চাল
শুনিস না কেন কথা! এদিকে ফিরে আয়, ওরা-
      অঙ্কুরে তোকে বিনাশ করবে ছেঁটে ফেলবে তোর ডাল
               ওরা পাষণ্ড, ওরা ধর্ষক, ওরা খুনি,,
    ওরা তোকে বাঁচতে দিবেনা, ফিরে আয় এদিকে এক্ষুণি
  ওদের কুকুর শিয়ালের থেকে জন্ম, ওরা বুঝবে না...
খুঁজবে না ওদের জন্য তোর নাড়ী ছেড়া ব্যথার দান
ওরা খুবলে খাবে তোকে, ছিনিয়ে তোকে উলঙ্গ নাচাবে
  ওরা নরপশু,ওদের মনে মায় নেই,কাঁদবেনা ওদের প্রাণ
                  মা তুই যাসনে ওখানে একা...
ওরা বুজবেনা, ওরা শুনবেনা, দেখতে দিবেনা তোকে
     নিঃশ্ব করে দিবে তোকে, হবেনা আর তোর ফিরে দেখা