এ কেমন স্বাধীন দেশ যেখানে  নেই
           একটুকু ও স্বাধীনতা
যেখানে থাকার কথা ছিল প্রাণচঞ্চল
      সেখানে ভুগতে হয় হীনতায়
স্বাধীন হয়েছি সেই একাত্তরে
           আজ নেই যার প্রতিফল
আজকে কেন স্বাধীন দেশে
  ফেলতে হয় মা- বোনের জল?
এর থেকে তো ঢের ভালোছিল
            একাত্তরের পরাধীনতা
সেখানে শত্রু উন্মুক্ত ছিল
            না হলেও সমঝোতা
এ কেমন স্বাধীন দেশ
যেখানে তনু বুজতে পারেনি চোখ
ছদ্মবেশী ভাই করেছে ধর্ষণ
           পালন করতে হয়েছে পরিবারের শোক
ধিক্কার আজ এমন স্বাধীনতায়
   যেখানে নেই নুসরাতের সম্মান
স্মৃতির পাতায় জমা থাকবে
            শিক্ষকরের কৃর্তি অম্লান
ধিক্কার আজ হে স্বাধীনতা
           যেখানে গৃহবধূ পরাধীন
যেখানে প্রতিবেশী চূর্ণ বিচূর্ণ করে
           হাজার ও স্বপ্ন রঙিন
স্বাধীনতা তুমি এসেছ বটে
      আজও হয়নি মানুষ স্বাধীন
সব সময় ঘুরতে হয় মৃত্যুর ভয়ে
          আত্মা আজও পরাধীন
নির্বাক মুখে স্তব্ধ প্রহর
            গুনতে হয় ভয়ে ভয়ে
এই বুঝি ধর্ষিত হলো
              চার বছরের বাচ্চা মেয়ে
এমন স্বাধীনতা চায়না আমি
      যেখানে মা পরাধীন
বাছতে পারেনা এক বুক তাজা নিশ্বাসে
           ধর্ষিত হয় প্রতিদিন
স্বাধীনতা যদি এসেই থাক
     তবে হাজার তনুকে কর মুক্ত
নুসরাতের মতো আর যেন কাউকে
          আগুনে হতে না হয় দগ্ধ