আমি যদি কখনো ফিরে আসি স্বর্গলোক হতে
এসে রাখি স্থির নয়ন পল্লবে নয়নমণি
আমি যদি আসি কখনো ফিরে
আলোক বর্ষের দুরুত্ব থেকে
তুমি কি আমাকে ফিরিয়ে নিবে, ফেলে সব
যা পেয়েছিলে, তোমার মনি মুক্তার খনি
যদি নাও তবে আমি বারংবার আসবো
নিষ্পত্তি করবো, বাঁধবো তোমার ঘর
তুমি চৌকাঠে বরন করে নিবে,
আমি উষ্ণ পায়ে রাখবো তোমার আঙিনায়
ভুলবো ভয় ডর
যেন তোমার সাথে মিশতে কত ব্যকুলতা
যেন জনম জনম পেরিয়ে পেয়েছি
তোমার ভালোবাসার একটু বিশ্বাস
আমি বলবো সব পেয়েছি, করে তোমাকে বিশ্বাস