হঠাৎ ধূসর সন্ধ্যা নেমে এলে শহর জুড়ে
সব যে প্রাণ পণ পালায়ে, কোথাও কেউ নেই
    বেলা ফোরাবার আগে, শেষের কবিতা-
    হয়নি লেখা, ক্ষনিকা এলে তবে সেই
তখনো কি তুমি রক্ত করবীর মতো নিশ্চুপ, লজ্জাবতীর-
          পাতার মতো ছুঁয়ে দিলে, দুলনচাঁপা-
           মানসীর শত ব্যথা জাগিয়ে দেই
তবে কি আমি হবো সকাল বেলার পাখি
কপোতাক্ষে সোনারতরী ভাসিয়ে, আমি খেয়া ঘাটের মাঝি
                    বাঁধনহারা হয়ে করবো ডাকাডাকি
তবে না হয় এসো তুমি ধূমকেতু হয়ে, মুক্তধারায়
               শিউলির সুবাস ছড়ায়
                শুনাতে ভাঙার গান
আমি শুধাবো, মৃত্যুক্ষুধায়, ছায়ানট চিত্রার কথা
দূর্দিনের যাত্রীর মতো, সকলি ব্যথার দান