তুমি গোলাপ,বকুল,শিউলি ধূলিসাৎ করে এসো,
তাতে মাথা নিচু করে বলবো, ওরা ধূলিসাৎ হলো
তবে আমি বেলি অসম্ভব ভালোবাসি
তুমি তাকে অবজ্ঞা করো না
              যৎসামান্য ধূলায় যেন জীবন গেলো
বেলির ‍সুবাসে আমার মন ভালো হয়
আর ভালোবাসতে আরো ইচ্ছে হয় তোমায়
মন খারাপের দিন আসে বেলির কদম স্পর্শে
           যত্নে রাখার আকুতি, কুর্ণিশ জানায়
আমি বেলির ন্যায় তোমাকে চায়, তবে
বেলির প্রস্থানে তা ভিন্ন
তোমার ভেতর আমি বেলির গন্ধ পাই
যতটা আছে সঞ্চয় পুজি
আমি বেলি অসম্ভব ভালোবাসি, তোমাতে এনে তা পূর্ণ