কোটি সালাম তোমার চরণে হে বায়ান্নর বীর
লক্ষ কোটি ভালোবাসা তোমাতে,
যে বুকে লেগেছিল অস্মানের তীর
হে বীর তুমি চির অক্ষয়, তুমি চির আগুয়ান
তুমি সেই বিদ্ধসী অস্ত্র, তুমি সেই পালোয়ান
যার আঘাতে ভেঙ্গে যায় দূর্গ্য, কেঁপে যায় হিংস প্রান
তুমি সেই অনন্য বীর,
রবে লক্ষ বছর স্বরনে তোমার নাম
সেই এক অকোতভয় প্রান, যার নেই বিন্দুমাত্র ডরভয়
তোমাতে বিশ্বে স্বাধীন বাংলাদেশ, নেই কোন দ্বিধা সংশয়
হে সৈনিক তোমাকে মা, তোমাতে বোন,
তোমাকে সম্মান স্ত্রীর
তোমাতে জয়, তোমাতে ভালোবাসা , হে ভাষা আন্দোলনের বীর
হে বীর ভুলিনায় তোমাকে ,
ভুলার নয় তোমার সেই তাজা রক্তের দান
এগিয়েছ তুমি মায়ের ভাষাতে, রুখে দিতে শত্রুদের বিজয়ের গান
হে ভাষা সৈনিক তুমি চির উন্নত, চিরকাল বিশ্বের তরে
চির স্বরনীয় সেই তাজা রক্ত, কেউ দেয়নি ভাষা আনতে ঘরে
তুমি এগিয়েছ সেই বীর, তুমি দিয়েছ প্রিয় প্রান
তুমি হাতে এসছে স্বাধীনতা, রক্ষে করেছ মান
হে বায়ান্নর বীর তুমি চির অমর, চির অক্ষত বাঙালির প্রানে
তোমাতে স্বাধীনতা, তোমাতে বাংলাদেশ
আমি রক্ষা করব প্রান পণে
তোমার সেই ভালোবাসা মায়ের জন্য সেই আত্বত্যাগ
ভুলবনা কখনো রয়ে যাবে মনে
চিৎকার করে বলব বিশ্ববাসীকে,
ছেলের ভালোবাসা ঠুনকো নয়,
একবার বায়ান্নতে চেয়ে দ্যাখ
হে বীর কখনো যাবেনা দেয়া তোমার আত্বত্যাগের দাম
কখনো যাবে দেয়া সেই তাজ রক্তের মূল্য
তোমার স্বরনে যতই করি ত্যাগ
নয় সেতো তোমার রক্তের সমতুল্য
তুমি জয়ী হে বায়ান্নর বীর,
তোমার বিজয়ে বাংলার হুংকার
তোমার বিজয়ে আনন্দ ধারাতে , তুমি বাংলার অহংকার