গগনে গরজে গর্জিয়া উঠিল বাদল
বিজিল দেশান্তর বিজিল গাও আদল
মেঘে মেঘে বর্ষিত হইয়া চিরিয়া তুলিল আকাশ
চোখে শুধু পানি দেখা যায়, আর ঝর তুলিল বাতাশ
আকাশে বাতাশে বাদলের ছন্দ
গুনগুনিয়ে সুর তুলিল রিমঝিম
বৃষ্টিতে,বাতাশে মিশে একাকার গা ভিজে হয় ছিমছিম
আয়রে বাদল, আয়রে বিজে তোকে দেখব নতুন সাজে
দেখিনি কতদিন তোকে,
মনের আনন্দে গা ভাসাব ভিজব তোকে নিয়ে বুকে
বৃষ্টি বাদল হীনতায় আজও মাঠ,ঘাট হাহাকার
তোকে পেয়ে আজ তরুলতা বিজবে ঘুচবে শুস্কের আধার
ঘন ঘন মেঘ আকাশ ভারী করিয়া ঝরে পর শুস্ক মাঠে
ভিজিও সকল জন প্রাণী নিয়ে
রাখাল বালক ঐ ঘাটে
ভিজাও রাখাল, ভিজাও তরু, ভিজাও কবির মন
বৃষ্টির তালে ছন্দের পালে রয়ে যাও কবির সন
আজ ফুটাবে ফুল,ফুটাবে ফল কবির কলমের তালে
বৃষ্টিতে ভিজিয়ে স্নান করিয়ে নতুনকে তুলিয়ে দাও পালে
গগনে গরজে বর্ষিয়া বাদল গড়ে তুলিল নতুন সৃষ্টি
হও আজ তুমি কল্যকর কৃষাণের মনে
ঝরাও ফুটা ফুটা করে বৃষ্টি