বাবা আজ দিনটাতে তোমায় পড়ছে খুব মনে
বাবা আজ কোথায় তুমি ! পায়না তো গৃহকোণে
বাবা আজ একটি বারের মতো কী আসবে আমার কাছে?
হাতের আঙ্গুল ধরে আবার একটু হাটতে চায়..
নিরবে থাকতে চায় একটু পাশে
বাবা তুমি শুনতে কী পাচ্ছ?
ডাকছে তোমার খোকা
আবার একটি বার মাথায় রেখে হাত
বলবে? কী হয়েছে রে বোকা!
বাবা আজ তোমায় পড়ছে খুব মনে
মনে পড়ে যাচ্ছে তোমার সকল স্মৃতি
তুমি তো ছিলে বাবা বৃষ্টির ছাতা
ক্লান্ত দুপুরের সাথী
বাবা আজ কোথায় তুমি?
দেখতে কী পাচ্ছ আমাকে?
যাদু ভরা হাত দুটি তোমার
ভুলতে পারিনা শত পড়লে ও বিপাকে
বাবা এমন কী হয়না একটি বার এসে
হাত বুলাবে মাথায়!
দুঃখ কষ্ট ভুলিয়ে যাব শুনে
মধু মিশ্রিত তোমার কথায়
বাবা তোমার নিস্তব্ধতা আজ ক্রমশ ই করে তুলে শূন্য
জানিনা আর পাব কী না তোমায় মাথায় রেখে করতে পূন্য
আজ নেই তুমি শুধু পড়ে আজ
হাত গড়া তোমার স্মৃতি
নেই তুমি আজ শুধু মিশে আছ মনে
নিয়ে এক আকাশ ভালোবাসা আর প্রীতি
বাবা তুমি আজ যেখানেই থাক , ভালো থাকো তুমি
প্রার্থনা এই রবের কাছে
ভালো করে রাখে যেন তোমায়
যেমনি করে রেখেছিলে আমাদের দুধে ভাতে