এটাই কী সেই বাংলাদেশ??? যে বাংলাতে দেশের জন্য শহীদ হয়েছিল
          শফিক, রফিক, জব্বার
এটাই কী সেই প্রিয় বাংলা যেখানে ভাষার জন্য ত্রিশ  লক্ষাধিক মানুষ
নিহত হয়েছিল হাজার প্রিয় ভাই ,,,কান্নাও করতে পারেনি যার পরিবার,,,
তবে কী মুজিব এই সোনার বাংলার কথা বলেছিল বারবার  
রক্ত দিয়েছি আরো দিব প্রত্যেক পরিবারের গুনতে হবে শানাতে হবে  হাহাকার
এই কী তবে মুক্তির স্বাদ জাগানোর ছিল মুজিবের,এটাই কী ছিল  উদ্দেশ্য জিয়ার
এই কী তবে বলতে চেয়েছিল মুজিব মৃত্যু মুহূর্তে , রক্ত দিয়ে স্বাধীন হতে হবে বারবার
নাকি মুজিব জিয়ার উদ্দেশ্য ছিল ভিন্ন??? ভিন্ন রকমের স্বাধীনতার স্বাদ
যাদের থাকবে এক আকাশ পরিমাণ বাঁচার অধিকার  
  যাদের স্বতস্ফূর্ত দেহে বয়ে আনবে আনন্দের  মিছিল , আত্মহারা উন্মদ

তবে বলি ‍শোন এটা সেই মুজিরেব মুক্তির বাংলা নয়,,, নয় মেজর জিয়ার দেশ
নেয় এই সেই বাংলা রক্তে রাজ পথ রঞ্জিত করা ভাষা শহীদের রেশ
এখানে চলে ক্ষমতার  বড়াই, শক্তপোক্ত করে নিজ ঘাঁটি
হোক হাজার মা নিঃসন্তান, হোক লক্ষ পরিবার কর্মহীন ক্ষতি নেই তাতে,
                                  হাতে যদিও উঠে কানা বাটি
সামান্য কথা কাটিতে চালাও ছুরি,,, চালাও হাতে আছে রাইফেল
তেলের মাথায় তেল দাও আরো বেশি,,, টাক মাথায় ভাঙ্গ বেল
তবেই তুমি সফল নেতা তবেই পদতল শক্ত
    নিজ ভোজনালয় রিজার্ভ কর, থাকে যদি ছিটেফোঁটা তাহলে বিলাও গরিবের মাজে ব্যক্ত
আজ স্বাধীন বাংলার অর্ধশত পূর্ণ হলো, আছে কি তার ধ্যান ভাই???
   শত শত যুবক লাসে পরিণত হলো বাক স্বাধীনতাই তবে কী একাত্তরের স্বাধীন দেশ নাই??
তবে কোন এই বাংলাদেশ??? নাই জিয়া,মুজিবের আদর্শের  ঠাই
  তবে কী গেল বায়ান্নের ভাষা আন্দোলন বৃথা? আবার কী সেই রফিক জাব্বার চাই???
তবে কী হারালো বাক স্বাধীনতা, হারালো কী মুজিবের প্রিয় বাংলা?
তবে কী আবার শুরু হলো বর্বরতা??? কারাগারে কাটবে বাকিটা সময়
                                                        নির্লজ্জতার  অবহেলায়
এটা তো হওয়ার ছিলনা সোনার বাংলায়, চলার তো কথা ছিলনা বিকট রায়ফেলের শব্দ
তবে কেন দরকার ছিল একাত্তরের??? ভালোয় তো ছিল কারাগারে মুজিব মহিউদ্দিন জব্দ