আমি বলছি না আজ আধুনিক সভ্যতার কথা
আমি বলতে চলেছি এক অশিক্ষিত বর্বর জাতির
কথা
আমি বলে যাব আজ অজ্ঞদের কথা
যারা আজ বিশ্ব মানব দেয়ালে লেগে আছে আষ্টপৃষ্ট ভাবে
আমি বলছি সেই কুলাঙ্গার জাতির কথা
যে জাতী মূর্খ, অজ্ঞ, বর্বর বুঝেনা সত্যর কথা
যে জাতী তিন বছরের শিশুর খাবার কেরে নেয়
তুলে দেয় পতিতা লয়ে
আমি বলছি সেই গণ্ডমূর্খ কথা
আমি বলছি সেই জাতির কথা, যে জাতী
সহিংসতায় লিপ্ত হয়ে চালায় ধ্বংস যজ্ঞ
আমি বলতে চলেছি সেই জাতির কথা
যে জাতী ধর্মের নামে বিবাধ তৈরী করে
যে জাতী মূর্খ্যতার কাছে প্রতিবদ্ধ
আমি বলছি সেই জাতীর কথা
আমি বলছি সেই জাতীর কথা
যে জাতী কেরে নেয় অকাতরে নির্বিচারে প্রাণ
আমি বলছি সেই জাতীর কথা যে জাতী
মেয়েদের উলঙ্গ করে বাড়াতে চাইছে তাদের মান
সত্যিই কী বেড়েছে তাদের মান?
আমি আজ বলছি সেই অশিক্ষিত বর্বর জাতীর কথা
যে জাতী যাপিয়ে পড়ে খুবলে খাবে বলে
মাঝ রাস্তায় মেয়েদের মান
যে জাতী কাপড় ছিড়ে নগ্ন করে দেয়
মাথা নিচু করিয়ে দেয়, মুখে চুনকালি অপমান
আমি বলছি সেই অশিক্ষিত জাতীর কথা
যে জাতী ধর্মের নামে কুৎসা রটিয়ে বেড়ায়
সম্মান করেনা, বিপরীত ধর্মের নীতি গানে
যে জাতী ধর্মের বই ছিড়ে ম্যানহলে ফেলে দেয়
যে জাতী মানুষ মারতে দল বেধে যায় অভিজানে
আমি আজ বলছি সেই বুদ্ধিহীন সেই জাতীর কথা
আমি আজ বলছি
আমি আজ বলছি সেই জাতীর কথা যে জাতী
অচিরেই হয়ে যাবে বিনাশ
আমি বলছি সেই জাতীর কথা
যে জাতী নিজেই ডেকে আনে নিজের সর্বনাশ
আমি বলব আজ সেই জাতীর কথা
লজ্জায় মাথা কাটা পরে যায় বলতে গেলে
ঘৃনার ও যোগ্য নয় সেই জাতী
যে জাতী নিজের সন্তানকে ভোগ্য পন্য বানায়
দিয়েছে মানবতার আত্মহুতি
আমি আজ বলেছি সেই জাতীর কথা