শূন্যতা গুলোকে বরাবরই আমরা বহন করি,,
অসহায় প্রাণী গুলো শূন্যতার জন্ম দেয়,
বড় হতে হতে জীবনের শেষ প্রান্তে
শূন্যতা আমাদের সঙ্গী হয়।
চোখ খুলে তোমায় না দেখলে শূন্যতা পায়।
মধ্য দুপুরে কবিতা খুঁজে না পেলে,
কিংবা ধরো তোমার স্পর্শের সন্ধানে
শূন্য অবস্থায়, কিংবা সৌখিনতায়।