ভীষণ তৃষ্ণার্থ মস্তিষ্ক কতটুকু এগোবে
আকাশ ভেঙে গেছে জলপ্রপাত রাতে
অগ্নিকাণ্ড হয়েছে, দুর্ভিক্ষে অসহায় হৃদপিণ্ড
শহর থমকে আছে, সোডিয়াম আলোগুলো খেলা করছে
কিছু নিস্তেজ গাছ,
আমার না হয়ে, আমাদের তৈরি করত।
মস্তিষ্ক জলজ্যান্ত মানুষ পেত।
নিশি পেত নিদ্রা।
আর তুমি হৃদপিণ্ড।
এমন কিছুই হলো না, গোধূলি হয়ে গেল সাক্ষী
মাঝ রাস্তায় দাঁড়িয়ে, অসহায় প্রেমিকের স্লোগান
গাঙচিলেরও দিবেনা আশ্রয়,
তবুও আমি লিখছি কবিতা,
তবুও আমি লিখছি রক্তাক্ত প্রবাদ।