অজানা পথ দিচ্ছ যখন পাড়ি
সময়ের সাথে হয়েছে কি কোনো রফা ?
কয়েকটা ধাপ উঠলেই আছে গাড়ি
ব্যবধান টা কমবে কয়েক দফা।

পথের ক্লান্তি ভুলতে হবে দ্রুত
কাঁচের বাইরে যত চেনা মুখ আছে
নিঃশব্দে কাটতে হবে সুতো
দোয়াত কলম জমা সময়ের কাছে


চাকার নিচে পিষ্ট কতো স্মৃতি
টুকরো টুকরো ছড়িয়ে   বিদ্রূপ
সীমারেখা পেরিয়ে গেলেই ইতি
অস্থির সব মুহূর্তেরা চুপ।


সম্পর্ক কি পেলে বেশি বাড়ে ?
বিশ্বাস, না অল্প একটু মোহ
নাকি গভীর রাতের  তৃপ্তির শীৎকারে
চাপা পড়ে যায় অস্ফুট  বিদ্রোহ ?