আজকে থেকেই শীতের হাতছানি
ঘড়ির কাঁটায় বসন্ত দেয় উঁকি
নতুন কিছু আর হবেনা জানি
অগত্যা, স্মৃতির থেকেই দুচার কলম টুকি
৪ টে বছর পিছন দিকে গেলে
এক বসন্ত আজও ভীষণ টানে
সাবেকি সব চিন্তাধারা ফেলে
যাত্রা শুরু অনিশ্চিতের সন্ধানে
সময় তখন আমার পিছে চলে
মনের পটে অনেক ছবি আঁকি
যোজন খানিক কমছে পলে পলে
চলছে হিসেব আর কতটা বাকি
হিসেব যখন মিললো কাঁটায় কাঁটায়
তখন আমি অন্য এক লোক
সব কটা রং উল্টে গেল খাতায়
সামনে পেলাম দুটি হরিণ চোখ
অনেকটা পথ উঠতে হবে জেনে
বুকের মাঝে অল্প দুরু দুরু
গালের থেকে চুলের গোছা টেনে
ঘোর কাটিয়ে আবার চলা শুরু
কুয়াশা আর মেঘের সাথে সাথে
পাহাড় দুটো করছে লুকোচুরি
খিচুড়ি আর পায়েস পড়লো পাতে
খাবার পরে কথার ফুলঝুড়ি
ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে ঘাড়ে
হরিণ চোখ হলো আধ বুঝো
সূর্য্য দূরে এবার হাত নাড়ে
সেদিন ও ছিল সরস্বতী পূজো