সে তো ভিক্ষে দিয়েছে মরণ
তবে জীবনের কি দরকার ?
তোমার পন্ডশ্রম ই কারন
পুরো সংসারটাই ছারখার

তোমার স্বপ্ন ছিল বাড়ি
তাকে কল্পনাতে পেতে
সে তো বলেই দিয়েছে পারি
তোমার সবকিছু ছেড়ে যেতে

তুমি দিয়েছ স্বাধীনতা
তুমি দিয়েছ যেটুকু জোটে
তোমার দেয়াটাই আজ প্রথা
তবু শব্দ বৃষ্টি ঠোটে

তোমার কেমন পাষান হৃদয় ?
সে হাত লাগাবে ভাবো?
সে তো অভ্যস্ত নই !
তুমি একাই নাঙ্গল ধরো

তোমার ঘুমের জগতে হরতাল
তোমার চোখের তলায় কালি
তোমার পশ্রয়টাই আসল
বাকি ভালবাসাটা জালি