কাঁচের ফ্রেমে চোখ দুটি বেশ
গালের ওপর জমে থাকা কেশ
চোখের কোণে নাহয় লাগুক ধুলো
বৃষ্টির ফোটা চিক চিক করে ঠোঁটে
সময় যে আজ তারাতারি ছোটে
তোকে পেয়ে মাটি আকাশ ছুলো
বাসের সীটে, কাঁধে মাথা রেখে
সামনে পাহাড়, পথ গেছে বেঁকে
সস্তার ঘুমে ঢেকে গেছে তোর চোখ
মেঘের ফাঁকে নিভু নিভু আলো
এই বাঁকে বুঝি পথ শেষ হল
আর একটা দিন অন্তহীন হোক ?
রেখে যাওয়া কিছু ঠাণ্ডা মোমো
তোর সাথে বসে অমৃত সম
শুভ দৃষ্টি কালো হরিন চোখে
খাঁদের ধারে চার পায়ে হেঁটে
রাত ঘনালো শ্রমিক বস্তিতে
চাঁদের আলো ভিজিয়ে দিচ্ছে তোকে
গন্ধ নেওয়া শেষ এবার তাহলে আসি
তুই চাস তাই আবার প্রবাসি
সাঁতার না জেনে জলে দিই ডুব
মনটা এখন ব্যাকুল অবাধ্যতাই
সুধুই ভাবে আজ তুই কোথাই
কেন জানি ভয় করছে খুব