আমার জন্যে দুঃখও কোরো না মা
আমি যে আসবনা আর নীড়ে
যদি একবার সুযোগ পাই
হারিয়ে যেতে সর্বহারা দের ভিরে
দুপুরের গনগনে সূর্যের তেজে
ক্লান্ত চাষি ফিরবে ঘামে ভিজে
বৃষ্টি তাদের মুছিয়ে দেবে ম্লান
প্রকৃতির বুকে জাগবে নতুন প্রান
আকাশের নীলে সূর্য দেবে পাড়ি
বিকেলের শেষে ফিরবে হাঁসের দল
বকুলের ঘ্রানে সাঁঝের বাতাস ভারি
তুলসি তলাই স্নিগ্ধ মায়ের আঁচল
অনেক কিছুই দেখার আছে বাকি
না হয় তুমি ভাবলে দিলাম ফাঁকি
সুযোগ যদি পাই হারাবার
হোক না শুরু নতুন করে আবার