একা, একাকিত্ত তে ভাগ নিয়েছিলে
সপ্নের দরজাটা খুলে দিয়েছিলে,
তুমি বুঝিনি এই মনের ভাষা
কেন দেখনি অই অশ্রু ফোটা।
কিভাবে এসেছিলে অই একা মুহুর্তে
আমায় ভাসাতে অন্য সুখের আলোতে,
তুমি বুঝিনি এই মনের ভাষা
কেন দেখনি অই অশ্রু ফোটা।
আমার সাগরে ঢেউ হীন জল
যে জলে কষ্টের শেউলা দখল
কোন জগতে আমায় ছেরে গেলে
কুল হীন এক নদীতে আমি ভাংগা নৌকা।
মিথ্যার আমি চাই না আশ্রয়
সপ্ন দেখতে আজ ভয় লাগে,
তুমি বুঝিনি এই মনের ভাষা
কেন দেখনি অই অশ্রু ফোটা।