আমি কৃষক, আমি চাষী
আমি ফসল ফলায় রাশি রাশি।
আমি ঘুম থেকে উঠি ভোরে
সারাবেলা মাঠে কাজ করি
ঝড়, বৃষ্টি কিংবা প্রখর রৌদ্রে পুড়ে।
লাঙল-জোয়াল কাঁধে নিয়ে
ছুটে চলি আদিত্যের আগে
আমাদের শ্রমেই তো মাঠে
সবুজের ঢেউ জাগে।
কিন্তু আমরা কি পাই প্রাপ্য সম্মান?
আমাদের কথা শুনে কি কেউ?
অভাব-দু:খ চেপে রেখে
সৃজন করি ফসলের ঢেউ।
কিন্তু ফসল ফলে লাভ কি পাই?
দূর হয়না কভু জীবনের ছাই
আমরা কি তোমাদের কাছ থেকে
আমাদের ঘামের ন্যায্য মূল্য পাই?
সার-কীটনাশকের দাম বাড়ে
ঋণের বোঝা পিঠে চাপে
এভাবেই আমাদের স্বপ্নগুলো
মাটির নিচে চাপা পড়ে।
তোমরা কি কখনো শুনেছ?
আমাদের মনের কথা
তবুও অন্নের জোগান দিয়ে যাচ্ছি
চাপা দিয়ে মনের ব্যথা।