তোরা মানুষ হবি কবে?
কবে বুঝবি জনতার ভাষা?
স্বার্থপরতার জালে বন্দী তোরা
এভাবেই কি ভালো সাজা যায়?
শহিদ মিনারে দিয়ে ফুলের তোড়া।
তোরা মানুষ হবি কবে?
কবে ছাড়বি লুটপাট, চাঁদাবাজি আর প্রতিহিংসার পথ?
কবে ছাড়বি দুর্নীতি আর স্বজনপ্রীতির রথ?
তোরা মানুষ হবি কবে?
কবে ছাড়বি চামচাগিরি আর গোলামীর স্বভাব?
নিজেদের স্বকীয়তা অর্জন করতে
তোদের ইচ্ছাশক্তির কি এতই অভাব?
তোরা মানুষ হবি কবে?
কবে দেখবি ন্যায় আর সমতার আলো?
সব ভেদাভেদ ভুলে গিয়ে
একসাথে চলবি ভালো।
তোরা মানুষ হবি কবে?
কবে সাড়া দিবি বিবেকের ডাকে?
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে
চলবি একসাথে ঝাঁকে ঝাঁকে।
তোরা মানুষ হবি কবে?
কবে হবি প্রকৃত মানব?
কবে গড়বি শোষণ আর বৈষম্যহীন সমাজ?
না হলে দেশে আদৌ সুখ-শান্তি করবে না বিরাজ।