আমি প্রেমে পড়েছি এক অজানা পরীর
তাইতো সঠিক দিশা খুজে পাইনা জীবনের তরীর।
আমি তার নীরব হেটে চলা দেখি অতি সন্তর্পণে
সেই হেটে চলা প্রেমের পুলক জাগায় আমার মনে।
তার মুখের চাঁদমাখা হাসির স্নিগ্ধতায়
আমার মনে প্রেমের আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়।
তার চাঁদমাখা মুখ এঁকেছি হৃদয়ে
সে কি কখনও ভেবেছে আমাকে নিয়ে?
আমি শুধু চেয়ে থাকি গভীর মায়ায়
কখন সে পড়বে আমার প্রেমের ছায়ায় ?
কিন্তু জানি সে শুধু স্বপ্ন, মিথ্যে আকাঙ্ক্ষা
তবুও আমি থাকি তার প্রতীক্ষায় ।
জানি কখনও পূর্ণ হবে না আমার এ আশা
এভাবেই অগোচরে রয়ে যাবে আমার অব্যক্ত ভালোবাসা।