৭১ এর তরুণেরা গড়লো এক দেশ
সাংবিধানিক নাম তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
আদৌ কি প্রতিষ্ঠা পেল জনগণের শাসন?
যেই আসে গদিতে সেই করে শোষণ।
এভাবেই চলছে দেশ ৫৩ বছর ধরে
মুষ্টিমেয় গোষ্ঠী শুধু তাদের থলতে ভরে।
রাজনীতির নামে চলছে অপরাজনীতি
শাসকশ্রেণি শুনায় শুধু ৭১ এর কীর্তি।
৭১ এর প্রশ্নে এখনও হতে পারেনি এক
দেশটা যাচ্ছে রসাতলে একবার চেয়ে দেখ।
আমরা এখনও হয়ে উঠেনি প্রকৃত বাংলাদেশী
সংখ্যালঘু আর উপজাতি বলে করছি রেষারেষি।
আমরা এখনও অর্জন করিনি নিজেদের স্বকীয়তা
তৈলমর্দন আর চামচাগিরিতে খুজে বেড়ায় পূর্ণতা।
স্বজনপ্রীতি আর দুর্নীতিতে দেশটা ভরপুর
যেই আসে গদিতে সেই হয়ে যায় চোর।
আরেক আছে আমলা,সুশীল আর বুদ্ধিজীবী
নিজেদেরকে বলে থাকে আমরা দেশপ্রেমিক খুবই।
তারাও একসময় পরিণত হয় শাসকদলের দাসে
দেশ লুটে সহায়তা করে বলে আমরা আছি পাশে।
বৈষম্যহীন সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠায়
এগুলো দূর করা ছাড়া বিকল্প উপায় নাই।