আমি প্রেমে পড়েছিলাম এক মায়াবিনী পরীর
আমি মায়ায় পড়েছিলাম ঐ মায়াবিনী পরীর।
তাকে নিয়ে বুনেছিলাম স্বপ্ন
করেছিলাম কত আশা
কিন্তু তা ছিল ভ্রম, ছিল দুরাশা।
তবে তার প্রতি আমার নেই কোনো অভিমান
সে আমাকে করেছিল যথেষ্ট সম্মান।
তাইতো সে অকপটে বলেছিল সব কথা
আমিও তাকে বলেছি আমার মনের ব্যথা।
ওগো মায়াবিনী, তুমি থেকো ভালো,থেকো সুখে
তোমাকে নিয়ে লিখা আমার এই কবিতা
আজীবন স্মৃতি হয়ে থেকে যাবে বুকে।
আমি তোমায় করছি হৃদয় থেকে আরাধনা
আজীবন সুখে থেকো করি এই কামনা।