আমি বিপ্লব, আমি সংগ্ৰাম
আমি অন্যায়ের মহা যম।
আমি মুক্তি, আমি স্বাধীনতা
আমি মানি না কারো অধীনতা।
আমি সাম্য, আমি ন্যায়
আমি মানি না কোনো অন্যায়।
আমি আলো, আমি অধিকার
আমি দূর করি জাতির অন্ধকার।
আমি শিখা, আমি নতুনত্ব
আমি বিলোপ করি দাসত্ব।
আমি নিৰ্ভীক, আমি দুর্বার
আমি শোষণকে করি চুরমার।
যেখানে অন্যায়, যেখানে অবিচার
আমি সেখানে আনি সুবিচার।
যেখানে শোষণ, যেখানে নিপীড়ন
আমি সেখানে করি আগমন।
আমি চিরঞ্জীব, আমি করি না ভয়
আমি জীবনের নতুন এক সূর্যোদয়।