আমি গুণীজন হতে চাই না
যে দেশে গুণীদের কদর নেই
সে দেশে গুণীজন হতে চাই না।
যে দেশে বিনয়কে ভাবে দূর্বলতা
যে দেশ পূর্ণ ভন্ডামি আর কপটতা
সে দেশে আমি গুণীজন হতে চাই না।
দেশটা তো আজ নোংরা রাজনীতির দখলে
গুণীজনের কথা আজ কেউ কি বলে?
তাই তো দেশ আজ যাচ্ছে রসাতলে।
যে দেশের মানুষ পূজারী ক্ষমতার
সে দেশে কি করে জন্ম নিবে মহা অবতার ?
তাই তো দেশে পাওয়া যায় না কোনো গুণীর কঙ্কালসার।
যে দেশ পূর্ণ ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ আর সন্ত্রাসবাদে
সে দেশে গুণীরা পড়তে চাইবে কি এই মরণ ফাদে ?
তাই তো দেশ আজ অন্তঃসারশূন্য গুণীদের কদর বাদে।
দেশকে আজ একটা কথা জানিয়ে দিতে চাই
সে দেশে গুণীর জন্ম হয় না
যে দেশে গুণীদের কদর নাই।