হাওরের বুক জুড়ে ঢেউয়ের খেলা
নীল আকাশে মেঘের মেলা।

দিগন্ত জুড়ে জল, থৈ থৈ প্ৰাণ
মাছরাঙা, সাদা বক আর পানকৌড়ির গান।

বর্ষায় গ্রামগুলো একেকটা দ্বীপ
এভাবেই জ্বলে আছে জীবনপ্রদীপ।

হেমন্তে জেগে উঠে চর আর প্রান্তর
মাঠ-ঘাট হয়ে ওঠে সবুজে রূপান্তর।

সোনালী ফসলের গন্ধে ভেসে আসে সুখ
পাখিদের কূজনে ভরে উঠে বুক।

সোনালী রোদে মাঠের ধান দুলে যায়
জীবনের ছন্দ তাতে গোপনে লুকায়।

বিস্তৃত হাওরের তটিনীর জাল
এভাবেই চলছে জীবন ধরে বহুকাল।

ধনু নদী ছুটে চলে আপন পথে
হাওরের বুক চিরে সর্বদা থাকতে ।

এই মাঠ-ঘাট, নদী-জল, প্রকৃতির ভুবন
রয়েছে হৃদয়ে, রয়ে যাক আজীবন।