তোমারে ভাবিয়া হাওয়া খাই ,
তোমারে মনে করে বাতাস খাই ,
তোমার স্বপ্নে মুখর হয়ে সুখের গান গাই ।
আমি তোমারে ভাবিয়া জোৎস্না আকি ,
আমার তোমার ছন্দে চাঁদ আকি ,
আমি ঐ আকাশের তারাদের মাঝে তোমারে দেখি ।
আমি তোমার জন্য মন ভাসাই ,
আমি সকাল-সাঝে তোমাতে লুটাই ,
সকাল-সন্ধ্যা বা সারাজীবন তোমারে চাই ।
তোমারে ভাবিয়া পথ হাঁটি ,
তোমার মুখখানি ভেবে কত্তো হাসি ,
ললনা , সারাজীবন তোমারে ভালোবাসি ।