তোমারে পেতেই হবে ?
এ কেমন সমীকরণ ,
যেখানে জড় আছে একগুয়েমি
একনায়কীয় আচ্ছাদন !
কে এমন আমারে বুঝাবে ?

কেন যেন মনে মনে শুধু
ভেবে মরি ,
ভেবে ভেবে যাই
তোমারে যে পেতেই হবে ,
তৎক্ষনাত ভেবে মরি
আমার চাকুরী টাকা চেহারা
আর আট্টালিকা গাড়ি
কিছুই যে নাই ॥
তবু শুধু ভেবে যাই ,
তোমারে পেতেই হবে ?

তোমারে পেতেই হবে ?
কোনো মহাগ্রন্থেতো লেখা নাই ,
তবু ভেবে ভেবে যাই ,
ভালোবেসে উৎকর্ষে ভরিয়ে দিবো
যদি তোমারে পাশে পাই ।

তোমারে না পাইলে নিস্তব্ধ হৃদয়ে ,
শুন্য মনে হেটে যাবো পুরো পথটাই ,
তবু তোমারে পাবার লোভে ,
স্বপ্ন বলে যাই ।

চন্ডিদাস তো রজকিনী পায়নাই ,
আমার ও তো এতো ক্ষমতা নাই ,
কি আর করার ?
তুমিতো অনন্তকাল হৃদয়ে রবে ,
ভালোবাসা হয়ে , স্মৃতি হয়ে ,
তাই তোমারে মনে একে যাই 💋